নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের লাইনে কাজ করার সময় আচমকা লাইনে বিদ্যুৎ সংযোগ দিয়ে দেওয়ায় গুরুতর জখম দুর্গাপুর ইস্পাতের বাল্ক সাপ্লাইয়ে কর্মরত দুই ঠিকা শ্রমিক। সংশ্লিষ্ট আধিকারিক ও ঠিকাদারের গাফিলতির ফলেই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ। প্রতিবাদে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটি ইউসি’র পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়।
প্রসঙ্গত বুধবার দুর্গাপুর ইস্পাত নগরীর ভারতী রোডের কাছে জল ট্যাঙ্কির কাছে ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের তার মেরামতির কাজ করছিলেন বাল্ক সাপ্লাইয়ের দুই ঠিকা শ্রমিক সুদীপ্ত হালদার ও বিধান হাঁসদা। স্বাভাবিকভাবেই বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে চলছিল কাজ। অভিযোগ সেই সময় আচমকাই বিদ্যুৎ সংযোগ দিয়ে দেওয়া হয়। ফলে ঝলসে যান দুই শ্রমিক। কর্মরত অবস্থায় উপর থেকে ছিটকে পড়েন তাঁরা। গুরুতর যখন অবস্থায় একজনকে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ও অপরজনকে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযুক্ত আধিকারিক ও ঠিকাদেরর বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছে আইএনটিটি ইউসি।




















