eaibanglai
Homeএই বাংলায়ডিএসপির বিএসও স্টক ইয়ার্ডে দুর্ঘটনা, মৃত্যু কর্মরত শ্রমিকের

ডিএসপির বিএসও স্টক ইয়ার্ডে দুর্ঘটনা, মৃত্যু কর্মরত শ্রমিকের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ডিএসপির বিএসও স্টক ইয়ার্ডে ভয়াবহ দুর্ঘটনা। ক্রেন ছিঁড়ে মৃত্যু কর্মরত শ্রমিকের। মৃত কর্মীর নাম আকাশ মণ্ডল(৪২)।

জানা গেছে এদিন সকালে মায়াবাজারে বিএসও (ব্রাঞ্চ সেলস অফিস) স্টক ইয়ার্ডে ক্রেনে করে বিশাল বিশাল তারের কয়েল তোলার কাজ চলছিল। সেই সময় ক্রেনের তার ছিঁড়ে দুর্ঘটনা ঘটে। মাথার উপর ভারি কয়েল পড়ে মৃত্যু হয় ওই সময় কর্মরত আকাশ মণ্ডলের।

অন্যদিকে অভিযোগ দুর্ঘটনার পর ওই কর্মী পড়ে থাকলেও কোন ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। অবশেষে দুর্গাপুর থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে গান্ধী মোড়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশ দেহ মহনাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য কর্মীরা। নিরাপত্তা ও ক্ষতিপূরণের দাবি জানান তারা। তাদের অভিযোগ ক্রেনের পরিচালনগত ত্রুটির কারণে ওই দুর্ঘটনা ঘটে।

আইএনটিইউসি জেলা সভাপতি সুভাষ সাহা জানান,কর্তৃপক্ষের কাছে মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানানো হবে। প্রসঙ্গত উল্লেখ্য মৃত ওই কর্মীর পরিবার ও নাবালক সন্তান রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments