নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ভারতীয় গণনাট্য সংঘ, দুর্গাপুর ইস্পাত শাখার ৬ষ্ঠ বার্ষিক সম্মেলন উপলক্ষে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হলো ৩রা সেপ্টেম্বর অপরাহ্নে – ইস্পাত নগরীর বি- জোন এর তিলক রোড সংলগ্ন প্রেমনাথ মুখার্জী স্মৃতি মঞ্চে। অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত, নজরুলগীতি, আধুনিক বাংলা গান, গণসংগীত, নৃত্য, আবৃত্তি ইত্যাদি পরিবেশিত হয়। অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে ছিলেন গৌতম দত্ত, উত্তম লাহা, ঋতুকণা ভৌমিক, সোমনাথ বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রাশীষ ধারা, নন্দিনী বন্দ্যোপাধ্যায়, দীপক দেব, স্বপ্নজগৎ, একত্র প্রমূখ শিল্পী এবং সংস্থা সমূহ। অনুষ্ঠানে মূল তত্ত্ববধায়ক ছিলেন আশিসতরু চক্রবর্তী । বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত সহ উল্লেখযোগ্য সংখ্যক সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।





