eaibanglai
Homeএই বাংলায়বোনাস ও মজুরি ইস্যুতে সরগরম দুর্গাপুর ইস্পাত কারখানা

বোনাস ও মজুরি ইস্যুতে সরগরম দুর্গাপুর ইস্পাত কারখানা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– পুজোর আগে বোনাস ও মজুরি ইস্যু ঘিরে উত্তেজনা ছড়াল দুর্গাপুর ইস্পাত কারখানায়। ঠিকাদারকে ঘিরে রেখে বিক্ষোভ দেখান শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে এই ঘটনায় কয়েক ঘণ্টার জন্য উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় কারখানার ভেতর।

শ্রমিক সূত্রে খবর, দীর্ঘদিন ধরে বোনাস ও মজুরি নিয়ে সমস্যা চলছে। সেই সমস্যা সমাধানে আলোচনার জন্য মানস অধিকারী ঠিকাদারের কাছে কথা বলতে গেলে ঠিকাদার কথা বলেননি। বরং তিনি ইতিমধ্যেই মানস অধিকারীর সঙ্গে কথা বলেছেন বলে জানান। এরপরেই শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়েন। এমনকি মানষ অধিকারীর ওপরেও তারা ক্ষোভ প্রকাশ করেন বলে খবর।

যদিও মানস অধিকারীর দাবি, অভিযোগ একেবারেই ভিত্তিহীন। তিনি বলেন, “আমি শ্রমিকদের সমস্যা সমাধানের জন্যই গিয়েছিলাম। আমাকে ঘিরে কেউ বিক্ষোভ দেখায়নি। আমিই বরং শ্রমিকদের হয়ে প্রতিবাদ করেছি।”

অন্যদিকে এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। বিজেপির কটাক্ষ করে দাবি করেছে, “এটাই তৃণমূলের কালচার।” শাসকদল অবশ্য দাবি করেছে বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments