নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের ডিভিসি মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় পাল্টি খেয়ে উল্টে গেল একটি চারচাকা গাড়ি। যদিও বরাত জোরে বেঁচে যান গাড়ির চালক সহ দুই আরোহী। দুর্ঘটনাটি ঘটে বুধবার দুপুরে।
জানা যায় এদিন দুপুর তিনটে নাগাদ জাতীয় সড়ক দিয়ে বিধান নগর থেকে ভিরিঙ্গির দিকে যাচ্ছিল একটি চার চাকা গাড়ি। ডিভিসি মোড়ের কাছে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়ির পিছনে ধাক্কা মারে। সেই ধাক্কায় চার চাকা গাড়িটি দু-তিন বার পাল্টি খেয়ে ডিভাইডারে ধাক্কা খেয়ে আটকে যায়। তবে গাড়ি পাল্টি খেয়ে উল্টে গেলেও প্রাণে বেঁচে যান গাড়ির চালক সহ গাড়িতে থাকা দুজন। কেউই গুরুতর জখম হয়নি।
অন্যদিকে দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে আসানসোলগামী লেনে যানজট সৃষ্টি হয়। ওই লেনে গাড়ি চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। নিউ টাউনশিপ থানার পুলিশ খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় এবং ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
জানা যায় দুর্ঘটনার পর ওই ডাম্পারটি পালিয়ে যায়। ওই ডাম্পারের খোঁজ চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।



















