eaibanglai
Homeএই বাংলায়শতাব্দী প্রাচীন ক্লাবের প্রতিষ্ঠা দিবসে শহরে বিশেষ অনুষ্ঠান

শতাব্দী প্রাচীন ক্লাবের প্রতিষ্ঠা দিবসে শহরে বিশেষ অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– ক্লাবের প্রতিষ্ঠা দিবস ১ অগস্টে শহরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল ইস্ট বেঙ্গল ফ্য়ান ক্লাব এবং দুর্গাপুর এক্স ফুটবলার্স অ্যাসোসিয়েশন। এবছর শতাব্দী প্রাচীন লাল হলুদ ক্লাবের ১০৬ তম প্রতিষ্ঠা দিবস। সিটি সেন্টারের জংশন মলে আয়োজিত অনুষ্ঠানে কৃতি ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করা হয়। বিশেষভাবে সম্মানিত করা হয় দুর্গাপুর ইষ্ট বেঙ্গল ফ্যান ক্লাবের মহিলা ফুটবল দলের দুই উজ্জ্বল খেলোয়াড় মারিয়া বেন্সলে এবং কবিতা সরেনকে। এই দুই খেলোয়াড় গত বছর দুর্গাপুর লীগ এবং বিভিন্ন টুর্নামেন্টে নজর কারা সাফল্য অর্জন করেছেন। এছাড়াও সম্মান জানানো হয় বনসোল গ্রামের কৃতি কন্যা অন্বেষা টুডুকে। যিনি ৭৩ তম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় জ্যাভলিন থ্রোতে প্রথম স্থান অধিকার করে ইস্টবেঙ্গল ক্লাবের গর্ব বাড়িয়েছেন। সম্মান জানানো হয় দুর্গাপুরের বিশিষ্ট ক্রিকেট প্রশিক্ষক শিবনাথ রায়কে। শিক্ষা ক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের জন্য সম্মানিত করা হয় মাধ্যমিক পরীক্ষায় দশম স্থান অধিকারী জাগৃতি অধিকারীকে। সংগীত জগতের অনন্য কৃতিত্বের জন্য বিশেষ সম্মান জানানো হয় বাংলার গর্ব জি হিন্দি সারেগামাপা ২০২৫ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানপ্রাপ্ত সংগীত শিল্পী শুভশ্রী দেবনাথকে।
এছাড়াও এদিনের একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। যা এদিনের অনুষ্ঠানকে অন্য মাত্রা দেয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি, সদস্য দীপঙ্কর লাহা, সদস্যা রাখি তেওয়ারি, বিশিষ্ট সমাজসেবী পঙ্কজ রায় সরকার, বিশিষ্ট উদ্যোগপতি রামকৃষ্ণ মুখার্জি, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব সভাপতি পার্থ দিয়াসী, প্রাক্তন কাউন্সিলর সহ ইস্টবেঙ্গল সদস্যরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments