নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শীতের মরশুমে সাজিয়ে তোলা হচ্ছে রাজ্যের পর্যটন কেন্দ্র গুলি। শনিবার দুর্গাপুরে এক বেসরকারি সংস্থার অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই জানালেন রাজ্যের বনবিভাগের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। এর পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমরা জঙ্গল বাঁচাতে নানান পদক্ষেপ নিয়েছি। আদিবাসী অধ্যুষিত এলাকায় নানান উন্নয়ন মূলক কাজ হচ্ছে। বাম আমলে যেসব কাজ আটকে ছিল সেই সব কাজও এখন হয়েছে। শীতের মৌসুমে পর্যটন কেন্দ্রগুলিকে সাজিয়ে তোলা হচ্ছে। মানুষ যাতে নির্দ্বিধায় ঘুরতে পারে সেজন্য বাড়তি নজরদারিও দেওয়া হচ্ছে।”
প্রসঙ্গত বেসরকারি এক পুষ্টিকর খাদ্য সংস্থার আহ্বানে এদিন সিটিসেন্টারের এক বেসরকারি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে যোদ দিয়ে ছিলেন মন্ত্রী। বনমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্য বনপাল এস কুলান্দাভেল, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য অনিন্দিতা মুখোপাধ্যায়, মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ বনদপ্তরের আধিকারিকরা।

















