নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– চলতি বছরে গত লোকসভা নির্বাচনের সময় প্রচারে বেরিয়ে সরোজ কুমারকে প্রথম দেখেছিলেন দুর্গাপুরের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পারিয়াল। সরোজের পা দুটি অকেজো হওয়ায় চলাফেরায় বেশ অসুবিধা হয় তাও মিছিলে যোগ দিয়েছিলেন তিনি। সরোজের এই লড়াকু মনোভাব দেখেই সরোজের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বিশ্বনাথ। তার পর কয়েক মাস কেটে গেছে। নানা কাজে ব্যস্ত থাকলেও সরোজের কথা ভোলেননি প্রাক্তন বিধায়ক। একেবারে ব্যক্তিগত উদ্যোগে একটি হুইল চেয়ার কিনে সরোজ কুমারকে প্রদান করে তার পাশে দাঁড়ালেন একসময়ের দুর্গাপুর পশ্চিমের বিধায়ক। এদিন বিশ্বনাথবাবু নিজের হাতে সরোজকে হুইল চেয়ারে বসিয়ে দেন।
এই প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনী প্রচারে গিয়ে সরোজকে দেখেছিলাম, কি কষ্ট করে মিছিলে হাঁটছে । ঠিক তারপরেই সিদ্ধান্ত নিয়েছিলাম ওকে হুইল চেয়ার দেবো। ওর মুখের হাসি আমায় স্বস্তি দিয়েছে। কারণ আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছি।”
অন্যদিকে সরোজ জানান এবার থেকে তার যাতায়াত করতে আগের থেকে অনেক সুবিধা হবে। অন্যের উপর নির্ভরশীলতাও অনেকটা কমবে। আগের তুলনায় আরো বেশি কাজ করতে পারবেন। পাশাপাশি মিষ্টি হেসে সে তার দাদাকে কৃতজ্ঞতার ধন্যবাদ জানাতে ভোলেনি।