নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আসানসোল দক্ষিণ থানার দামরা পলাশডাঙ্গা জঙ্গলে তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় নয়া মোড়। মিলল তরুণীর পরিচয়। মৃতা হলেন দুর্গাপুর থানার গোপালমাঠ রেল কলোনির ১৯ বছরের রুমা পাসওয়ান। শুক্রবার সকালে পলাশডাঙ্গা জঙ্গলে লতা পাতায় মোড়া তার দেহ উদ্ধার করেছিল পুলিশ।
পরিবার সূত্রে জানা যায় গত ২৮ আগস্ট স্কুল যাওয়ার নাম করে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় রুমা। ২৯ তারিখ সকালে পরিবারের পক্ষ থেকে দুর্গাপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। সেই দিনই রুমার দেহ মেলে জঙ্গলে এবং বিকেলে পুলিশের তরফে সেই খবর তরুণীর পরিবারকে জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মৃতদেহের গলায় ফাঁস লাগানোর চিহ্ন ছিল, মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব নয়। মৃতার পরিবার প্রতিবেশীদের দাবি তরুণীকে খুন করা হয়েছে। অবিলম্বে দোষীকে খুঁজে বার করে কঠোর শাস্তি দেওয়া দাবি জানিয়েছে এলাকাবাসী।
অন্যদিকে ঘটনার তদন্তে নেমে শুক্রবার রাতেই রাকেশ পাসওয়ান নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে তরুণীর মৃত্যু রহস্যের জট খুলতে চাইছে পুলিশ।





