নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের সিটিসেন্টার থেকে মহিলার সোনার হার ছিনতাইয়ের ঘটনায় ধরা পড়ল পলাতক তিন দুষ্কৃতী। আগেই স্থানীয়দের হাতে ধরা পড়েছিল এক কিশোর। মঙ্গলবার ধৃতদের মহকুমা আদালতে পেশ করা হয়। বিচারক ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত সোমবার রাত আটটা নাগাদ সিটিসেন্টার চতুরঙ্গ এলাকার বাসিন্দা তনু রায় তার দুই বন্ধুর সঙ্গে স্থানীয় ডেইলি মার্কেট থেকে বাজার করে ফিরছিলেন। তনুদেবী দুজনের মাঝখানে হাঁটছিলেন। সেই সময় বিদিশা বাসস্ট্যেন্ড এলাকায় তাদের কাছে একটি চারচাকা গাড়ি দাঁড়ায়। গাড়ি থেকে দুজন নেমে তাদের পিছু নেয় ও তনুদেবীর গলার হার ছিনতাই করে পালানোর চেষ্টা করে। যদিও তনুদেবী গলার হারটি ধরে ফেলেন। অন্যদিকে দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার সময় এক কিশোরকে ধরে ফেলেন স্থানীয়রা। পরে তাকে সিটিসেন্টার ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে ধরা পড়া কিশোরটি বর্ধমানের বাসিন্দা। তাকে জিজ্ঞাসাবাদ করে রাতেই তিন পলাতক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।





