নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুরের বাঁশকোপা টোল প্লাজা এলাকা থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া বাজপাখি উদ্ধার করল বনদপ্তর। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১জনকে।
জানা গেছে বিহার থেকে আগত ওই চারচাকা গাড়িটি দুর্গাপুর হয়ে বর্ধমানের উদ্দেশ্যে যাচ্ছিল। এদিকে বর্ধমান বন বিভাগের দুর্গাপুর রেঞ্জের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে বাঁশকোপা টোল প্লাজার কাছে ওঁত পেতে বসেছিল। গাড়িটি টোলপ্লাজায় পৌঁছতেই আটক করা হয় এবং গাড়ি থেকে ৬টি বাজপাখি উদ্ধার করা হয়। পাশাপাশি গ্রেফতার করা হয় গাড়ির চালককে। ধৃত গাড়ির চালকের নাম শেখ ওয়াজেড, সে পূর্ব বর্ধমানের দুবরাজদীঘির বাসিন্দা।
দুর্গাপুর রেঞ্জের আধিকারিক সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন,”আমাদের কাছে গোপন সূত্রে খবর ছিল। তারপরেই আমরা বাঁশকোপা টোল প্লাজার কাছে ওই গাড়িটি ধরে ফেলি। গাড়িটিতে যেই চালক ছিল সেই পাচারকারী ছিল। এই চক্রের পিছনে আরো কেউ জড়িত আছে কিনা সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে।”




















