নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে আত্ম হননের পথ বেঁছে নিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। এমনটাই দাবি পরিবারের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত দেশবন্ধু কলোনি সংলগ্ন ঘুসিক ডাঙায়। মৃত পরীক্ষার্থীর নাম কবিতা কুমারী রজক।
গত সোমবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্য়মিক পরীক্ষা। বুধবার ছিল ইংরেজি বিষয়ের পরীক্ষা। জানা গেছে এদিন পরীক্ষা দিয়ে সময়মতো বাড়ি ফিরেছিল ওই ছাত্রী। পরিবারের সদস্যরা জানান বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ফ্রেস হয়ে খাবার খায় কবিতা। খাবার খেয়ে নিজের ঘরে বিশ্রাম নিয়ে পড়তে বসে যায়। কিন্তু বিকেলের দিকে অনেক ডাকাডাকি করেও সাড়া না মেলায় দরজা খুলে দেখা যায় সিলিং ফ্যানে ওড়নায় ফাঁস দিয়ে ঝুলছে ওই ছাত্রী। তড়িঘড়ি তাকে উদ্ধার করা হয়, খবর দেওয়া হয় পুলিশে। কোকওভেন থানার পুলিশ নিথর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পরিবারের সদস্যরা জানান ঘরে কারো সাথে কোনো রকম ঝড়গা বা অশান্তি হয়নি কবিতার। তবে ইংরেজী পরীক্ষা ভালো না হওয়ায় কিছুটা মনমরা ছিল সে। তাই তাদের প্রাথমিক অনুমান পরীক্ষা খারাপ হওয়ার কারণেই আত্মহননের মতো চরম পথ বেঁছে নেয় কবিতা। পুরে বিষয়টি খতিয়ে দেখছে কোকওভেন থানার পুলিশ।