নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- জাতীয় সড়কের উড়ালপুলে উঠতে গিয়ে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের ডিভাইডারের উঠে গেল ট্রেলার। উড়ালপুলের গার্ডরেল থেকে ঝুলতে থাকে ট্রেলারের ইঞ্জিন। ট্রেলারটি মাল বোঝাই থাকায় উড়াল পুল থেকে নিচে পড়েনি। উড়ালপুলের নিচ দিয়ে চলে গেছে ১৯ নম্বর জাতীয় সড়ক। ফলে ট্রেলারটি নিচে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পাড়ত বলে মনে করছেন স্থানীয়রা।
দুর্ঘটনাটি ঘটেছে শনিবার রাতে জাতীয় সড়কের উপর ডিভিসি মোড়ের উড়ালপুলে। প্রত্যক্ষদর্শীরা জানান এজিন রাত সাড়ে এগারোটা নাগাদ বাঁকুড়ার দিক থেকে আসছিল তারের বান্ডিল বোঝাই ট্রেলারটি। ডিভিসি মোড়ের উড়ালপুরে ওঠার সময় নিয়ন্ত্রণ হারায় ট্রেলারটি এবং দুর্ঘটনা ঘটে। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ ও দুর্ঘটনায় জখম ট্রেলারের চালক ও খালাসিকে উদ্ধার করেন।
অন্যদিকে স্থানীয়রা দাবি করেন ট্রেলারটি মাল বোঝাই না থাকলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো। পাশাপাশি উড়ালপুলটির পরিকাঠামোর ঠিক না থাকায় এই ধরনের দুর্ঘটনা ঘটছে বলে তাদের দাবি।