eaibanglai
Homeএই বাংলায়প্রতিবেশীর কটুকথা সহ্য করতে না পেরে মর্মান্তিক পরিণতি দুর্গাপুরের ছাত্রের

প্রতিবেশীর কটুকথা সহ্য করতে না পেরে মর্মান্তিক পরিণতি দুর্গাপুরের ছাত্রের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– প্রতিবেশীর কটুকথা সহ্য করতে না পেরে অপমানে আত্মঘাতী হল এক সপ্তম শ্রেণার পড়ুয়া। এমনই অভিযোগ মৃত পড়ুয়ার পরিবারের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় কোকওভেন থানার উড ইন্ডাস্ট্রি এলাকায়। পর কোকওভেন থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

মৃত পড়ুয়ার নাম সুরজ ঠাকুর (১৩)। সে নেপালি পাড়া হিন্দি হাই স্কুলের পড়ুয়া ছিলো। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় বৃহস্পতিবার বিকেলে স্কুল থেকে ফেরার পথে প্রতিবেশীর দেওয়া গুলে পা পড়ে যায় সুরজের। অভিযোগ এরপরই ওই প্রতিবেশী তুলসী রুইদাস সুরজের বাড়িতে গিয়ে তাকে গালিগালাজ করে। বাড়িতে সেই সময় সুজর একাই ছিল। প্রতিবেশী চলে গেলে দরজা বন্ধ করে দেয় সুরজ। এরপর সুরজের মা পিঙ্কি দেবী বাড়িতে ফিরে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে প্রতিবেশীদের সাহায্যে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন গলায় গামছা দিয়ে ঝুলছে সুরজ। তড়িঘড়ি তাকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

শুক্রবার ময়নাতদন্তের পর এদিন দুপুরে উত্তপ্ত প্রতিবেশীরা পড়ুয়ার মৃতদেহ নিয়ে অভিযুক্ত তুলসী রুই রুইদাসের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকে। ভাঙচুর করা হয় তার স্বামী জগু রুইদাসের দোকান। তুলসী রুইদাস ও তার স্বামী জগু রুইদাসকে গ্রেফতারের দাবি জানাতে থাকেন স্থানীয়রা। যদিও পড়ুয়ার মৃত্যুর খবর পেয়েই অভিযুক্ত তুলসী ও তার স্বামী এলাকা ছেড়ে চম্পট দেয় বলে অভিযোগ।

অন্যদিকে খবর পেয়ে এলাকায় ছুটে যায় কোকওভেন থানার বিশাল পুলিশ বাহিনী ও অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও এলাকার বাসিন্দারা এদিন পরিষ্কার জানিয়ে দেন, দ্রুত অভিযুক্তদেরকে গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments