নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে মোবাইল চোর সন্দেহে এক ব্য়ক্তিকে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে ওই ব্যক্তিকে ঘিরে ধরে জেরা করতে দেখা যাচ্ছে। যদিও ওই ভিডিওর সত্যতা যাছাই করেনি এই বাংলায় নিউজ পোর্টাল।
জানা গেছে ঘটনাটি অন্ডালে পলাশবন এলাকার। অভিযোগ মঙ্গলবার ভোররাতে এক ব্যক্তিকে মোবাইল চোর সন্দেহে এলাকার লোকজন ধরে ফেলে ও গণপিটুনি দেয়। মারধরের ফলে গুরুতর জখম হন ওই ব্যক্তি। পরে তাকে দুর্গাপুরের মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছে সে। হাসপাতালে সুপার ধীমান মণ্ডল জানান, শারীরিক নির্যাতনের করা হয়েছে জানিয়ে হাসপাতালে ওই ব্যক্তিকে ভর্তি করা হয়েছে। তার মাথায় গুরুতর চোট রয়েছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ওই ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত ব্যক্তির নাম লালু মণ্ডল, সে রানীগঞ্জ বেলুনিয়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত ব্যক্তি আগেও মোবাইল চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিল দাবি করেছেন অনেকে।
অন্যদিকে এই ঘটনায় রানীগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান শ্রীদাম মণ্ডলের নাম জড়িয়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে শোনা গেছে শ্রীদাম মণ্ডলের নাম। কিন্তু কি কারনে উপপ্রধানের নাম করা হচ্ছে তা স্পষ্ট নয়।