নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বুধবার বস্তি উচ্ছেদ ঘিরে ধুন্ধুমার কাণ্ড দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে এদিন উচ্ছেদ অভিযান চালানো হলে, বস্তিবাসীদরে ক্ষোভের মুখে পড়তে হয় সংস্থার আধিকারিকদের। ঘটনাকে কেন্দ্র করে এদিন চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে সিটিসেন্টার এলাকায়।
প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরে শহরের নানা প্রান্তে জমি দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। সম্প্রতি পুরনিগমের ২২ নম্বর ওয়ার্ডের সোনার তরী বস্তি এলাকায় উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু বস্তিবাসী জমি দখলমুক্ত না করায় এদিন দুপুরের পরে বুলডোজার নিয়ে উচ্ছেদ অভিযানে নামে এডিডিএর আধিকারিকরা। উচ্ছেদ অভিযান শুরু হতেই এডিডিএ আধিকারিকদের ঘিরে ধরে প্রবল বিক্ষোভ শুরু করেন বস্তিবাসীরা। শেষে এলাকা ছাড়তে বাধ্য হন এডিডিএ আধিকারিকরা।
বস্তিবাসীদের অভিযোগ আগে থেকে নোটিশ দিলেও এদিন কিছু না জানিয়েই বাড়িঘর ভাঙতে শুরু করেন সংশ্লিষ্ট আধিকারিকরা। এর জেরে তাদের অনেক গবাদি পশু মারা পড়েছে। এই শীতের রাতে পরিবার নিয়ে কোথায় আশ্রয় নেবেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। পাশাপাশি প্রশাসনের কাছে থাকার ব্যবস্থার আবেদনও করেছে বস্তিবাসী।





