নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরে বিয়ে বাড়ির অনুষ্ঠানে যুবক খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত যুবকের নাম শিব পাসি (১৮) । সে ঝাড়খণ্ড রাজ্যের জামতারার মিহিজামের বাসিন্দা। সোমবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
প্রশঙ্গত গত শনিবার রাতে নিউ টাউনশিপ থানার ভ্যাম্বে কলোনি এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে ডান্স প্লাটফর্মে কোন গান চলবে, তাই নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। ক্রমে তা হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ এই ঝামেলা চলাকালীন কনের পক্ষের এক যুবককে বরপক্ষের লোকজন টেনে হিচড়ে নিয়ে যায় এবং গুলি করে খুন করে। মৃত যুবকের নাম আর্টিস্ট বেদ (১৮)। সে পাণ্ডবেশ্বর থানা এলাকার বাসিন্দা। মৃত যুবক সম্পর্কে কনের ভাই।
যদিও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায় দাবি করেছেন, ঘটনায় কোনো গুলি চলেনি। মৃত যুবকের বুকে কোপানোর চিহ্ন রয়েছে। যা দেখে অনুমান কোন ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছিল তাকে।
ঘটনার পর শনিবার রাতেই বরপক্ষের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ এবং রবিবার তাদের মহকুমা আদালতে পেশ করে ৬ দিনের জন্য নিজেদের হেফাজতে নেয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে রবিবার রাতে দুর্গাপুর থেকে গ্রেফতার করা হয় জামতারার বাসিন্দা শিব পাসিকে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।





