নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সোমবার দুপুরে বেনাচিতির এক বস্ত্র বিপনীর মালিকের ঝুলন্ত দেহ উদ্ধার হল তাঁর বাড়ি থেকে। মৃত্য ব্যবসায়ীর নাম অজয় রায় (৭৩)। তিনি বেনাচিতির জলখাবার গলি এলাকায় ছেলে ও পুত্রবধূর সঙ্গে নিজের বাড়িতেই থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার অজয়বাবুর ছেলে তাঁর স্ত্রীকে নিয়ে কাজে কলকাতায় গিয়েছিলেন। বেনাচিতির বাড়িতে অজয়বাবুর সঙ্গে ছিলেন এক পরিচারিকা। যিনি অজয়বাবুকে দেখভালের কাজ করেন। তিনি জানান কাছেই তাঁর বাড়ি। তাই সোমবার সকালে কার্জকর্ম সেরে কিছুক্ষণের জন্য বাড়িতে গিয়েছিলেন। দুপুরে অজয়বাবুর বাড়িতে ফিরে দেখেন সিঁড়ির রেলিংয়ে গলায় দড়ি দিয়ে ঝুলছেন অজয় রায়। তড়িঘড়ি তিনি বিষয়টি প্রতিবোশীদের জানান। খবর দেওয়া হয় পুলিশে। দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ও দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।
অজয়বাবুর পরিজন প্রতিবেশীরা জানান হঠাৎ করে কীভাবে এই ঘটনা ঘটল বুঝতে পারছেন না। পুরো বিষয়টি খতিয়ে দেখছে দুর্গাপুর থানার পুলিশ।





