eaibanglai
Homeএই বাংলায়কেওয়াইসি আপডেট করার নামে প্রতারণা, অন্ডাল থেকে গ্রেফতার জামতাড়া গ্যাংয়ের ৮ সদস্য

কেওয়াইসি আপডেট করার নামে প্রতারণা, অন্ডাল থেকে গ্রেফতার জামতাড়া গ্যাংয়ের ৮ সদস্য

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার বিভাগের পুলিশের অভিযানে ধরা পড়ল সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত একটি দল। অন্ডালের অসগর সাউথ বাজারের অসগর পল্লী এলাকায় হানা দিয়ে মূল দুই চক্রী সহ গ্রেফতার করা হয়েছে ৮ জনকে। ধৃতদের মধ্যে একজন স্থানীয় হলেও বাকিরা ঝাড়খণ্ডের জামতারা গ্যাংয়ের সদস্য।

জানা গেছে কেওয়াইসি আপডেট করার নাম করে দুর্গাপুরের ৫৪ ফুট সংলগ্ন আনন্দপুর কো-অপারেটিভের বাসিন্দা প্রাক্তন এলআইসি এজেন্ট মৃণাল কান্তি তিওয়ারিকে ফাঁদে ফেলে জামতারা গ্যাংয়ের সদস্যরা। হোয়াটসঅ্যাপে ভুয়ো কল পেয়ে স্ক্রিন শেয়ার অন কের ফাঁদে পা দেন মৃণালকান্তি এবং মুহূর্তের মধ্যেই তাঁর অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় প্রায় ৪ লক্ষ টাকা। ঘটনাটি ঘটে গত ২৮শে জুন। ১লা জুলাই সাইবার থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ এবং সফলতা পায়।

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা সাংবাদিক বৈঠক করে পুরো বিষয়টি সামনে আনেন। তিনি জানান, “প্রতারকরা এলআইসির প্রাক্তন এজেন্টকে টার্গেট করে টাকা হাতিয়ে নিয়েছিল। বহু মানুষকে ভুল বুঝিয়ে প্রতারণা করত এই দল। মাস্টারমাইন্ড খগেন দান, সে ফোন করে ফাঁদে ফেলতো সাধারণ মানুষকে। আমাদের তৎপরতায় সেই চক্র ধরা পড়েছে। গ্রেফতার করা হয়েছে দুজন মূল মাথাসহ আট জনকে। ব্যাংকের তথ্য কিভাবে সাইবার প্রতারকদের হাতে পৌঁছে যাচ্ছে সেই নিয়েও তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা সেই নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।”

অন্যদিকে পুলিশ সূত্রে খবর, প্রতারণার টাকা দিয়ে অভিযুক্তরা কিনেছিল আড়াই লক্ষ টাকার দুটি দামি মোবাইল ও প্রায় ৫৫ হাজার টাকার সোনা। তবে পুলিশের তৎপরতায় সেইসব উদ্ধার হয়েছে। বাকি টাকাও উদ্ধারের চেষ্টা চলছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments