নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের ২৫ নম্বর ওয়ার্ডের পাঁড়দহি ও হরি বাজারে দেখা দিয়েছে জন্ডিসে প্রকোপ। ইতিমধ্যেই এই এলাকায় অন্তত ৫৮জন জন্ডিসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। কলকাতার স্বাস্থ্য ভবন থেকে প্রতিনিধি দল এলাকায় পৌঁছে, পুরো বিষয়টি খতিয়ে দেখে যথাযথ নির্দেশ দিয়েছে।
দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে এই দুই এলাকার বহু মানুষ পেটে ব্যাথা এবং জ্বরে আক্রান্ত হয়। বিষয়টি জানতে পেরেই পুর নিগমের স্বাস্থ্য দপ্তর এলাকায় রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা শুরু করে। প্রায় ১০০ জনের রক্তের নমুনা পরীক্ষা হয় এবং তার মধ্যে ৫৮ জনের রক্তে হেপাটাইটিস-এ জীবাণু পাওয়া যায়। এদের মধ্যে গুরুতর অসুস্থ ৭জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এবং বাকিদের বাড়িতে রেখেই চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে শারীরিক অবস্থার উন্নতি হলে হাসপাতালে চিকিৎসারত ৬জনকে ছেড়ে দেওয়া হয়।
অন্যদিকে পুর নিগমের তরফে ট্যাঙ্কারের মাধ্যমে খাবার জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে এলাকায় এবং এলাকাবাসীকে জল ফুটিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এলাকায় বসছে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এছাড়াও দুটি এলাকাতেই নজর রাখছে পুর নিগমের স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুর নিগম।





