eaibanglai
Homeএই বাংলায়মিনিবাসে "জয় শ্রী রাম" লেখা নিয়ে তরজা চলছেই

মিনিবাসে “জয় শ্রী রাম” লেখা নিয়ে তরজা চলছেই

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দিন চারেক আগে দুর্গাপুরের বিজোন রুটের একটি মিনিবাসে হিন্দিতে “জয় শ্রীরাম” লেখা নিয়ে বিবাদ তৈরি হয়। যার বিরোধীতায় সরব হয় বাংলা পক্ষের সদস্যরা। তাদের দাবি ছিল বাংলায় থাকলে আগে বাংলা ভাষাকে সন্মান করতে হবে। বাংলা ভাষাতেই লেখা হোক “জয় শ্রীরাম”। এরপর তারা জোর করে ওই লেখা ঢেকে দেয় কাগজ ও প্লাস্টিক দিয়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও। যার প্রেক্ষিতে শুরু হয় রাজনৈতিক চাপান উতোর। বাংলা পক্ষকে তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন বলে কটাক্ষ করে বিজেপি। অন্যদিকে বিজেপি বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি করে শাসক দল।

বৃহস্পতিবার ওই ঘটনাকে কেন্দ্র করে আবার উত্তেজনা তৈরি হয় শহরে। “জয় শ্রী রাম” লেখা জোর করে ঢেকে দেওয়ায় ধর্মীয় আবেগে আঘাত করা হয়েছে, এমনই অভিযোগ তুলে এদিন দুর্গাপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় সচেতন হিন্দু মঞ্চ। হিন্দু মঞ্চের নেতাদের অভিযোগ, ধর্মীয় স্লোগানকে ভাষার অজুহাতে অপমান করা হয়েছে, যা কোনোভাবেই সহ্য করা হবে না। ওই ঘটনায় যুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা।

“জয় শ্রী রাম” লেখা নিয়ে বিতর্ক, তরজা চলছেই শিল্পাঞ্চলে। এবার তা রাজনৈতিক থেকে ধর্মীয় স্তরে পৌঁছে গেল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments