সৌভিক সিকদার, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান -: একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদা সহকারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪ তম প্রয়াণ দিবস পালন করল কাঁকসার আড়রা কালীনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা। তাদের পরিবেশিত সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পাঠ উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
এর আগে, বিদ্যালয়ের পক্ষ থেকে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। নিজেদের হাতে তৈরি প্লাকার্ড সহযোগে শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করে। তাদের সঙ্গে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ শহরের অনেক বিশিষ্ট ব্যক্তি। পথচলতি মানুষের হাতে রাখি পরিয়ে দিয়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয় ক্ষুদেরা। প্রসঙ্গত ওই রাখিগুলি শিশুদের নিজের হাতে তৈরি করা। শোভাযাত্রার শেষে বিদ্যালয়ের সামনে থাকা রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক ভবানী ভট্টাচার্য, মলানদিঘী পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বরূপ চ্যাটার্জী, পুলক চ্যাটার্জী, সমাজসেবক অমিতাভ ব্যানার্জ্জী, প্রাক্তন প্রধান শিক্ষক দেবব্রত মুখার্জি, সমাজসেবক শুভ্র চক্রবর্তী, দীপু লাহা,পূজা দাস, সুব্রত প্রামাণিক, চন্দ্রা পাঁজা, তরুণ সাহা, অর্চনা সিংহরায় সহ আরও অনেকে। অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক শিশু সহ সমাজের ৫০ জন বিশিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অন্তরা সিংহরায়, শান্তনু পাল, মনিদীপা রায়, মৌসুমী প্রধান, পায়েল মন্ডল এবং সোনালিসা দাস। এইসব শিক্ষক-শিক্ষিকারা কঠোর পরিশ্রম করে শিশুদের অনুষ্ঠানের উপযুক্ত করে গড়ে তোলেন। বিদ্যালয়ের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এলাকাবাসী। অন্তরা দেবী বললেন, মনীষীদের জন্মদিন ও মৃত্যুদিন সহ বিশিষ্ট দিনগুলি পালনের মধ্যে দিয়ে শিশুদের সামনে এই দিনগুলির গুরুত্ব আমরা তুলে ধরার চেষ্টা করি। ফলে তারা নিজ দেশের ঐতিহ্য সম্পর্কে ওয়াকিবহাল হতে পারবে।





