নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ২০২৫ শেষ হয়ে শুরু হতে চলেছে ইংরেজি নতুন বছর ২০২৬। আর এই বর্ষবরণের দিনই শুরু হয় শিল্পশহর দুর্গাপুরের ঐতিহ্যবাহী কল্পতরু উৎসব তথা কল্পতরু মেলা। গ্যামন ব্রিজ লাগোয়া ময়দানে প্রতি বছরের মতো এবছরও শুরু হতে চলেছে কল্পতরু উৎসব ২০২৬। বৃহস্পতিবার মা সারদার পুণ্য জন্ম তিথিতে খুঁটি পুজো করে মেলার কাজ শুরু হলো। উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম সহ মেলা কমিটির কল্লোল ব্যানার্জি দীপঙ্কর লাহা প্রমূখ।
এবছর ৫৭ বছরে পদার্পণ করতে চলেছে এই মেলা। এদিনের এই বিশেষ অনুষ্ঠানে মেলা কমিটির পক্ষ থেকে এলাকার দুটি সরকারি বিদ্যালয় ও একটি ক্লাবের হাতে এক লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হয়।
পয়লা জানুয়ারি থেকে শুরু হয়ে এই উৎসব বা মেলা চলবে দশই জানুয়ারি পর্যন্ত। প্রতিবারের মতো এবারও সাধারণ মেলার পাশাপাশি থাকছে বইমেলা ও কৃষি মেলা । এছাড়াও মেলার সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিনই নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে। উদ্যোক্তাদের দাবি আগের বছরের তুলনায় এই বছর দর্শকদের কাছে নজর কারবে এই মেলা। প্রসঙ্গত শুধু শহরবাসী নন প্রতি বছর আশেপাশের এলাকা এমনকি পার্শ্ববর্তী জেলা থেকেও হাজার হাজার মানুষজন আসেন এই মেলা দেখতে।




















