নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সম্প্রতি একটি বেসরকারি খাদ্য সংস্থা আয়োজিত অনুষ্ঠানে দুর্গাপুরে এসেছিলেন রাজ্য সরকারের বনদপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। সেখানে সাংবাদিকদের কাছে কাঁকসার ডে-সেন্টারের কথা জানতে পেরে তা নতুন করে চালু করার ও সাজিয়ে তোলার আশ্বাস দেন মন্ত্রী।
প্রসঙ্গত, ২০২০ সালে কাঁকসার গড় জঙ্গলের গৌরাঙ্গপুরে পর্যটন কেন্দ্র ঢেলে সাজানোর উদ্যোগ নেয় রাজ্য সরকার। তাতে তৈরি করা হয়েছিল ডে সেন্টার। উদ্দেশ্য ছিল এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষকে স্বনির্ভর করে তোলা। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে শাল পাতার থালা, বাটি তৈরির কাজ শুরু হয়েছিল। এছাড়াও হাতের তৈরি নানান জিনিস তৈরি হতো। বহু মহিলা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জীবিকা নির্বাহ করতো। কিন্তু করোনা পরিস্থিতিতে সব বন্ধ হয়ে যায়। মুখ থুবড়ে পড়ে ডে-সেন্টার। চরম দুরাবস্থার মধ্যে পড়েন মহিলারা।
মন্ত্রী বীরবাহা জানান, “সংবাদমাধ্যমের মাধ্যমে এই সমস্যার কথা জানতে পারলাম। আমি খোঁজ নিয়ে দেখছি। গুরুত্ব দিয়ে দেখবো যাতে আদিবাসীদের জীবন ও জীবিকার কোন সমস্যা না হয় সেই ব্যবস্থা গ্রহণ করব। “
স্থানীয় আদিবাসী মহিলাদের অনেকে জানালেন আগে ডে-সেন্টারে কাজ করে বিভিন্ন সামগ্রী বিক্রি করে রোজগার হতো। এখন সব বন্ধ, কেউ পরিচারিকা আবার কেই দীন মজুরের কাজ করে এখন জীবিকা নির্বাহ করেন। নতুন করে ডে-সেন্টার চালু হলে এলাকার আদিবাসী মানুষজন বিশেষত মহিলারা বিশেষভাবে উপকৃত হব বলেই জানান তারা।


















