নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- খাদি গ্রামোদ্যোগ ভবনের উদ্যোগে বৃহস্পতিবার থেকে দুর্গাপুরে শুরু হল স্পেশাল খাদি প্রদর্শনী ও মেলা। মেলা চলবে আগামী ৭ দিন, ১২ মার্চ পর্যন্ত। মেলায় রয়েছে প্রায় ২৫টি স্টল।
মেলার উদ্বোধন করেন নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম। উপস্থিত ছিলেন দুর্গাপুরের সিটি সেন্টার ফাঁড়ির ইনচার্জ সুদীপ্ত বিশ্বাস ও খাদি গ্রামোদ্যোগ ভবনের সাধারণ সম্পাদক নিত্যানন্দ চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা।
খাদি গ্রামোদ্যোগ ভবনের সাধারণ সম্পাদক নিত্যানন্দ চৌধুরী বলেন, “দেশের প্রতিটি প্রান্তেই এই ধরনের মেলা হচ্ছে। দুর্গাপুরেও খাদি প্রদর্শনী হচ্ছে।” মেলায় প্রচুর বেচাকেনা হবে এবং দুর্গাপুরের প্রতিটি প্রান্তের মানুষের আগমন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।





