নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি দপ্তরের উদ্যোগে দুর্গাপুরে আয়োজন করা হয়েছে খাদি প্রদর্শনী মেলার। রবিবার সিটিসেন্টারের গান্ধী ময়দানে মেলার উদ্বোধন করেন বিধায়ক লক্ষণ ঘড়ুই। উপস্থিত ছিলেন রাজ্য খাদির আধিকারিক আইআর জহর, রামকৃষ্ণ মিশনের স্বামী সর্বাসুখানন্দজী মহারাজ সহ বিশিষ্টজনেরা।
১০ দিন ধরে চলবে এই মেলা। মেলায় রয়েছে প্রায় ৫০টি স্টল। উদ্যোক্তাদের মতে দুর্গাপুরে এই প্রথম রাজ্যস্তরীয় খাদি প্রদর্শনী হচ্ছে।।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘ভোকাল ফর লোকাল’ অর্থাৎ দেশে তৈরি পণ্যের ক্ষেত্রে জোর দিয়েছেন। তারই অঙ্গ হিসেবে হস্ত শিল্পের প্রসার ও হস্ত শিল্পীদের রোজগারের একটি প্ল্যাটফর্মি তৈরির জন্য দেশের বিভিন্ন প্রান্তেই এই ধরনের মেলার আয়োজন করা হচ্ছে।
এই মেলা স্থানীয় মানুষের জনপ্রিয়তা অর্জন করবে এবং মেলায় প্রচুর বেচাকেনা হবে বলে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি দপ্তরের আধিকারিকরা। বিধায়ক লক্ষণ ঘড়ুই দুর্গাপুরের মানুষকে এই মেলায় অংশগ্রহণ করে মেলাকে সফল করার আহ্বান জানিয়েছেন।





