eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে জেলা স্তরের স্কুল খো-খো প্রতিযোগিতা

দুর্গাপুরে জেলা স্তরের স্কুল খো-খো প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সাব-ডিভিশনাল কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের উদ্যোগে শনিবার থেকে দুর্গাপুরে সূচনা হলো জেলা স্তরের স্কুল খো-খো প্রতিযোগিতা। দুর্গাপুরের ইছাপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত হচ্ছে এই প্রতিযোগিতা। পতাকা উত্তোলন, উদ্বোধনী ভাষণ ও জমকালো অনুষ্ঠান মধ্য দিয়ে এদিন শুরু হয় খো-খো প্রতিযোগিতার।

প্রতিযোগিতায় অংশ নিয়েছে জেলার বিভিন্ন স্কুল থেকে বাছাই করা ১৭ ও ১৯ বছরের কম বয়সী ছেলে ও মেয়েরা। প্রতিযোগিতায় অংশ নেওয়া ছাত্রছাত্রীদের এদিন উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। প্রথম দিনের খেলায় বেশ কিছু চমকপ্রদ পারফরম্যান্সও দেখা গেল। ম্যাচ চলাকালীন মাঠে ছিল চরম উত্তেজনা ও ক্রীড়াসুলভ পরিবেশ। ছেলেমেয়েদের নিখুঁত ছোঁয়া, দৌড় এবং কৌশল দেখে উপস্থিত দর্শকরা অভিভূত হন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রতিযোগিতার মাধ্যমে জেলাস্তরীয় খো-খো দল গঠনের জন্য উপযুক্ত প্রতিভা বেছে নেওয়া হবে। এছাড়াও এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে শারীরিক সক্ষমতা, দলগত সংহতি এবং খেলোয়াড়সুলভ মনোভাব গড়ে তুলতে বিশেষভাবে সহায়ক হবে বলেই মনে করছেন আয়োজকরা। এছাড়া বিজয়ীদের জন্য রয়েছে বিশেষ পুরস্কারের ব্যবস্থাও।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায়, চুমকি মুখোপাধ্যায় বিশিষ্ট সমাজসেবী সুদেব রায় প্রমূখ। এছড়াও ছিলেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments