eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে কম খরচে সফল কিডনি প্রতিস্থাপন

দুর্গাপুরে কম খরচে সফল কিডনি প্রতিস্থাপন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- এবার থেকে দক্ষিণবঙ্গের কিডনির রোগে আক্রান্ত রোগীদের কিডনি প্রতিস্থাপনের জন্য আর কলকাতা বা ভিন রাজ্যে যেতে হবে না। রাজ্যের বিশেষত দক্ষিণবঙ্গের প্রান্তিক মানুষ এবার থেকে দুর্গাপুরের মিশন হাসপাতালে কিডনি প্রতিস্থাপন সংক্রান্ত পরিষেবা পাবেন তাও আবার অত্যন্ত কম খরচে। সম্প্রতি মিশন হাসপাতেলের সুদক্ষ চিকিৎসকদের টিম সফল কিডনি প্রতিস্থাপন করে নজির গড়েছেন।

গত ১৫ সেপ্টেম্বর আসানসোলের সাঁকতোড়িয়ার বাসিন্দা পার্থ চট্টোপাধ্যায়ের দেহে সফল কিডনি প্রতিস্থাপন করা হয়। জানা গেছে পার্থবাবু দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। মিশন হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। পার্থবাবুর বাবা উজ্জ্বল চট্টোপাধ্যায় ছেলেকে একটি কিডনি দান করার সিদ্ধান্ত নেন। সেই মতো বাবার কিডনি ছেলের শরীরে সফল ভাবে প্রতিস্থাপন করা হয়। আর এই সাফল্যের পিছনে নেফ্রোলজি বিভাগের ডাঃ দীপক কুমার ও ডাঃ রবি রঞ্জন সৌ মন্ডল সহ হাসপাতালের সব বিভাগের সক্রিয় ভূমিকা রয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতার বাইরে প্রান্তিক মানুষের কিডনির রোগের সুচিকিৎসা এবং কিডনি প্রতিস্থাপনের সুযোগ তৈরি করে দিতে সম্প্রতি উদ্যোগ নেয় মিশন হাসপাতাল কর্তৃপক্ষ। এবিষয়ে হাসপাতালের চেয়ারম্যান ডাঃ সত্যজিৎ বসু বলেন, এতদিন মানুষের ধারণা ছিল কলকাতা বা দেশের বড় শহরের বাইরে কিডনি প্রতিস্থাপন সম্ভব নয়। তাঁদের এই সফল পদক্ষেপে এই ধরাণা বদলাবে বলেই তিনি মনে করেন। পাশাপাশি আগামী দিনে মিশন হাসপাতালকে ট্রান্সপ্লান্ট সেন্টার হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। যেখানে কিডনির পাশাপাশি হার্ট, লিভার সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনের ব্যবস্থা থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments