eaibanglai
Homeএই বাংলায়পশ্চিম বর্ধমান জেলা মতুয়া মহাসংঘের সভাপতি নির্বাচিত হলেন দুর্গাপুরের আইনজীবী সঞ্জীব কুন্ডু

পশ্চিম বর্ধমান জেলা মতুয়া মহাসংঘের সভাপতি নির্বাচিত হলেন দুর্গাপুরের আইনজীবী সঞ্জীব কুন্ডু

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- এ বছরও সর্বসম্মতিক্রমে পশ্চিম বর্ধমান জেলা মতুয়া মহাসংঘের সভাপতি নির্বাচিত হলেন দুর্গাপুরের আইজীবী সঞ্জীব কুন্ডু। যিনি দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ সভাপতি পদেও রয়েছেন। গত বছর নভেম্বর মাসে অনুষ্ঠিত দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সব চেয়ে কম বয়সে সভাপতি পদে নির্বাচিত হয়ে নজির গড়েন তিনি।

দ্বিতীয়বারের জন্য সঞ্জীব বাবু অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বর্ধমান জেলার সর্বোচ্চ সভাপতি পদে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা তৃণমূল সভাপতি ও পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের গণ্যমান্য ব্যক্তিগণ।

দ্বিতীয়বারের জন্য পশ্চিম বর্ধমান জেলা মতুয়া মহাসংঘের সভাপতি পদে দায়িত্ব পাওয়ার পর সঞ্জীবাবু বলেন, “তিনি সমগ্র জেলার মতুয়া ভাই-বোনদের সার্বিক বিকাশের লক্ষ্য নিয়ে নিরলস ভাবে কাজ করে যাবেন। তাঁর সংগঠনের যেসব ভাই-বোনেরা এখনো সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে রয়েছেন, তাঁদের সার্বিক উন্নয়নের জন্য তিনি সব রকম ভাবে প্রয়াসী হবেন।”

মানুষের আশীর্বাদকে পাথেও করে আগামী দিনে তাঁর এই গুরু দায়িত্ব পালন ও পথ এগিয়ে যেতে চান বলে জানান সংগঠনের সদ্য নির্বাচিত জেলা সভাপতি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments