eaibanglai
Homeএই বাংলায়আইনজীবীর উপর দুষ্কৃতী হামলা, কাজ বন্ধ রেখে বিক্ষোভ আইনজীবীদের

আইনজীবীর উপর দুষ্কৃতী হামলা, কাজ বন্ধ রেখে বিক্ষোভ আইনজীবীদের

সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ– এক আইনজীবীকে তার চেম্বারে ঢুকে মারধরের অভিযোগে ও প্রতিবাদে শুক্রবার কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হলেন দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীরা। এদিন দুপুর সাড়ে বারোটা থেকে শুরু হয় আন্দোলন। অভিযুক্তরা গ্রেফতার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিক্ষুব্ধ আইনজীবীরা।

বিক্ষোভ আন্দোলনের নেতৃত্ব দেন দুর্গাপুর বার এ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত সাঁই। তিনি বলেন, “গত ১১ অক্টোবর দুর্গাপুরের সগরভাঙ্গা বাসিন্দা বার এ্যাসোসিয়েশনের সদস্য ক্যান্সারে আক্রান্ত অসুস্থ আইনজীবী আব্দুল রবের চেম্বারে ঢুকে মারধর করে একদল দুষ্কৃতী। হামলাকারীদের নামে কোকওভেন থানায় অভিযোগ দায়েরও করা হয়। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। অভিযুক্তরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। তাই দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে এদিন কর্ম বিরতির ডাক দিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments