eaibanglai
Homeএই বাংলায়শিল্পাঞ্চল তথা খনি অঞ্চলে পরিবেশ রক্ষায় লায়ন্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

শিল্পাঞ্চল তথা খনি অঞ্চলে পরিবেশ রক্ষায় লায়ন্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- পরিবেশ রক্ষার্থে গাছ লাগিয়ে পরিবেশকে সবুজ করে তোলা এবং পরিবেশের দূষণ কমানোর লক্ষ্যে প্রতি বছর জুলাই মাসে রাজ্য জুড়ে পালিত হয় বনমহোৎসব বা বৃক্ষরোপণ কর্মসূচি। এদিকে নানান সমাজসেবা সেবামূলক কাজের পাশাপাশি পরিবেশ বাঁচানোর লক্ষ্যেও এগিয়ে এসেছে লায়ন্স ক্লাব। দুর্গাপুর শিল্পাঞ্চল তথা খনি অঞ্চলের পরিবেশ বাঁচানো ও সবুজায়নের লক্ষ্যে বিশেষ কর্মসূচি পালন করল লায়ন্স ক্লাব অফ দুর্গাপুর সেন্ট্রাল , লায়ন্স ক্লাব অফ উখড়া , লায়ন্স ক্লাব অফ উখরা গ্রেটার ও লায়ন্স ক্লাব অফ উখড়া জীবক।

চলতি লায়ন বর্ষে জেলা ৩২২ সি ৩ র জেলাপাল শেখ মোইনুদ্দিনের স্লোগান ছিল “কিপ ক্লিন এন্ড গ্রীন”। এই বার্তাকে সামনে রেখে বুধবার উখড়ার খান্দরাতে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করলেন লায়ন্স ক্লাবের সদস্যরা। রিজিয়ন -৩ এর জোনাল চেয়ারপার্সন লায়ন সোমা রায়চৌধুরী নেতৃত্বে চারাগাছ রোপন করে এই কর্মসূচি পালন করেন সকলে। যার মধ্যে সকলের মধ্যমণি ছিলেন রিজিওনাল চেয়ারপার্সন লায়ন বিপ্লব চ্যাটার্জি।

এদিন প্রায় ১০০ টি বিভিন্ন ফল ও নিম গাছের চারা লাগানো হয়। এই কর্মসূচিতে লায়ন্স ক্লাব অফ দুর্গাপুর সেন্ট্রাল , লায়ন্স ক্লাব অফ উখড়া , লায়ন্স ক্লাব অফ উখরা গ্রেটার ও লায়ন্স ক্লাব অফ উখড়া জীবকের সদস্যরা অংশ নিয়েছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments