eaibanglai
Homeএই বাংলায়জয় বালাজি গ্রুপের উদ্যোগে দুর্গাপুরে ম্যারাথন দৌড়

জয় বালাজি গ্রুপের উদ্যোগে দুর্গাপুরে ম্যারাথন দৌড়

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- প্রতিবারের মতো এবারও জয় বালাজি গ্রুপ দুর্গাপুরে আয়োজন করতে চলছে ম্যারাথন দৌড়। আগামী ২২ডিসেম্বর দুর্গাপুরের গান্ধী মোড়ে অনুষ্ঠিত হতে চলেছে বিশেষ কর্মসূচি ‘চলো দৌড়াই’। বুধবার দুপুরে বিষয়টি নিয়ে সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন জয় বালাজি গ্রুপের ডাইরেক্টর গৌরব জাজোডিয়া, সিইও নিশান্ত মহেশ্বরী, এইচওডি শ্রদ্ধা মেহতা। ডাইরেক্টর গৌরব জাজোডিয়া বলেন “আমরা বর্তমান সময়ে সাধারণ মানুষকে স্বাস্থ্য নিয়ে সচেতনতার বার্তা দিতে ও ফিটনেস নিয়ে উৎসাহ দিতে এই দৌড়ের আয়োজন করে থাকি।”

উদ্যোক্তারা জানান, এই ম্যারাথন দৌড়ে চারটি বিভাগ রয়েছে, ১০ কিলোমিটার, ৫ কিলোমিটার,মহিলাদের জন্য ২ কিলোমিটারের শাড়ি রান ও বাচ্চাদের জন্য দু’ কিলোমিটারের কিড রান। সব মিলিয়ে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। খুবই সামান্য খরচে প্রতিযোগীরা এই দৌড়ে অংশগ্রহণ করতে পারবেন। ১০ কিলোমিটারের জন্য ৮০০টাকা, ৫ কিলোমাটিরের জন্য ৬০০টাকা এবং শাড়ি ও কিড রানের জন্য ৫০০ টাকা এন্ট্রি ফি দিতে হবে প্রতিযোগীদের।

এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টলিউডের অভিনেত্রী স্বস্তিকা দত্ত। এবার ৩ হাজারেরও বেশী প্রতিযোগী এই ম্যারাথনে অংশ নেবেন বলে আশা করছেন উদ্যোক্তারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments