eaibanglai
Homeএই বাংলায়বাংলাদেশের বিএনপি নেতাকে যোগ্য জবাব মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর

বাংলাদেশের বিএনপি নেতাকে যোগ্য জবাব মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ভারত বিরোধী মন্তব্যের জন্য সম্প্রতি বাংলা দেশের এক রাজনৈতিক(বিএনপি) দলের নেতা সংবাদ শিরোনামে উঠে এসেছেন। ভারতের পণ্য বর্জন থেকে শুরু করে বাংলা দখল এমনকি ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এবার তাঁকে পাল্টা হুঁশিয়ারি দিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। শনিবার বিকেলে দুর্গাপুরের সিটিসেন্টারে সিটি সেন্ট্রাল লাইব্রেরির দ্বিতীয় তলের উদ্বোধন করতে এসেছিলেন তিনি। সেখানেই বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমরা ১৪২ কোটি মানুষ মুখে জল নিয়ে কুলি করে ফেলে দিলে ওদের কি হবে একবার ভাবুন তো! ওরা তো ১৮ কোটি। চিন ওদের উস্কাচ্ছে।” পাশাপাশি এদিন তিনি বাংলাদেশী অনুপ্রবেশ নিয়ে কেন্দ্র সরকারকে আক্রমণ করে বলেন, “ওনারা যদি মনে করেন দরজা খুলে দেবো, সেখানে কথা বলুন। সেখানে ভলেন্টিয়ার বাড়ান। ওনারা ভিটে মাটি ছেড়ে আসবেন কেন? সেইখানের সরকারকে বলুন।”

এদিনের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার,জেলাশাসক পন্নামবলাম এস, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক প্রশান্ত শুক্লা সহ গ্রন্থাগার আধিকারিকরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments