নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর আনন্দমেলা চ্যারিটেবল সোসাইটির উদ্যোগে রবীন্দ্র প্রয়াণ দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হল ১৭-ই অগাস্ট,সকাল থেকে অপরাহ্ন পর্যন্ত। অনুষ্ঠানে নাচ, ইত্যাদিতে অংশ নেন আয়োজক সংস্থা সহ দুর্গাপুর রম্যবীণা,সুর মন্দির,সঙ্গীতায়ন,সুর ভবন, নৃত্যবীণা,সৃজন সৃষ্টি , ময়ূরী,নব মঞ্জরী,নৃত্যাঙ্গন,সারেঙ্গী,নৃত্যাঙ্গন নৃত্য মন্দির (রূপনারায়ণপুর) ইত্যাদি সংস্থার শিল্পীরা। এককভাবে সঙ্গীত পরিবেশন করলেন আনন্দমেলার কর্ণধার কাকলি মুখোপাধ্যায়,সৌমী বন্দ্যোপাধ্যায়,শুভম চক্রবর্তী,রেবতী ভট্টাচার্য্য প্রমুখ। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সমস্ত সংস্থা কে সম্বর্ধিত এবং সকল শিল্পীকে স্মারক উপহার প্রদান করা হয়।





