নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম শ্রেষ্ঠ নেপথ্য গায়ক মহঃ রফির ১০০ তম জন্মদিন বিনম্র শ্রদ্ধা ও মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের মাধ্যমে পালন করলেন দুর্গাপুর মহঃ রফি ফ্যান ক্লাবের সদস্যবৃন্দ। ২৪ ডিসেম্বর সন্ধ্যায় ইস্পাত নগরীর মার্কনি এভিনিউ-র স্বপন ব্যানার্জি স্মৃতি মঞ্চে আয়োজিত উল্লিখিত অনুষ্ঠান শুরু হয় মহ: রফির প্রতিকৃতিতে মাল্যদান এবং মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ; অংশ নেন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, প্রাক্তন পুরপিতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক স্বনামধন্য ব্যক্তিবর্গ। উল্লিখিত বিশিষ্টজনদের উষ্ণ সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। সংগীতানুষ্ঠানে অংশগ্রহণ করেন – প্রসেনজিৎ চক্রবর্তী, দেবাশীষ চৌধুরী, মিলি পান্ডা, সৌমেন ভট্টাচার্য,ডোনা মজুমদার, হৈমন্তী ব্যানার্জি,অনিন্দ্য মিত্র, আনন্দ গড়াই, শিবানী মুখার্জি, সায়ন ধীবর প্রমূখ শিল্পীরা। যন্ত্রসঙ্গীতে ব্যান্ড মিউজিক পয়েন্ট এর তুষার মুখার্জি, প্রদীপ মাঝি, জয়ন্ত ভট্টাচার্য, সুদীপ দাস, দিপায়ন দাস, সুরজিৎ মুখার্জী, অনন্যা মুখার্জি প্রমূখ শিল্পীরা অনবদ্য সহযোগিতা করেন। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন শাহ খান (কলকাতা) এবং সুমনা।