eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতার সূচনা

দুর্গাপুরে জাতীয় মহিলা দাবা প্রতিযোগিতার সূচনা

সংবাদদাতা,দুর্গাপুরঃ- সারা বাংলা দাবা সংস্থার উদ্যোগে দুর্গাপুরে শুরু হল ৫১তম ন্যাশনাল উইমেন্স চেস চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর। বুধবার সিটিসেন্টারের সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বালন ও ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে জাতীয় স্তরের এই দাবা প্রতিযোগিতার উদ্বোধন হয়। যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী, বিশিষ্ট ক্রীড়াবিদ থেকে প্রশাসনের শীর্ষ কর্তারা।

এই দাবা প্রতিযোগিতায় ২৪টি রাজ্য ও ৩টি এআইসিএফ ইউনিট থেকে মোট ১৪২ জন মহিলা দাবাড়ু অংশগ্রহণ করছেন। থাকছেন ৭ জন মহিলা গ্র্যান্ডমাস্টার ও মোট ১৪ জন টাইটেলপ্রাপ্ত খেলোয়াড়। এরাজ্য থেকে অংশ নিয়েছেন ১৮ জন প্রতিযোগী। প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য রাখা হয়েছে ৩০ লক্ষ টাকা। প্রতিযোগিতা চলবে ৩ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত।

সারা বাংলা দাবা সংস্থা (অল ইন্ডিয়া চেস ফেডারেশন-এর অধিভুক্ত) আয়োজিত এই জাতীয় স্তরের দাবা প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে পশ্চিম বর্ধমান জেলা দাবা সংস্থা ও অল স্পোর্ট ফাউন্ডেশন। উদ্যোক্তাদের দাবি এই প্রতিযোগিতা শুধুমাত্র একটি টুর্নামেন্ট নয়, এটি ভবিষ্যতের আন্তর্জাতিক দাবা তারকা তৈরির এক গুরুত্বপূর্ণ মঞ্চ। এখানকার ফলাফলের ভিত্তিতেই খেলোয়াড়দের FIDE রেটিং বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্বের পথ আরও প্রসারিত হবে।

এদিনের এই ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী হতে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, কিংবদন্তি গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, সুব্রত চট্টোপাধ্যায় সহ দাবা জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব ও IOC-সহ বিভিন্ন স্পনসর সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা,ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা।

সব মিলিয়ে জাতীয় স্তরের এই প্রতিযেগিতা শহর দুর্গাপুরের ক্রীড়া সংস্কৃতির মুকুটে আরও একটি পালক যোগ করল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments