নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- জাতীয় সড়কের সার্ভিস রোড, যেন পুকুর। কাঁকসার শিবপুর থেকে মুচিপাড়া গামী পূর্ত দপ্তরের এই রাস্তা ভরেছে বড় বড় গর্তে। বর্ষার জল জমে তা পরিণত হয়েছে পুকুরে। অথচ এই রাস্তা দিয়েই ভারি ভারি পণ্যাবাহী ট্রাক থেকে ছোট-বড় গাড়ি মুচিপাড়ায় গিয়ে ১৯ নম্বর জাতীয় সড়কে ওঠে। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি দিয়ে নিত্য ঝুঁকির যাতায়াত করতে হচ্ছে শয়ে শয়ে গাড়িকে। ফলে এই রাস্তা নিয়ে রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে গাড়ির চালক থেকে সাধারণ পথ চলতি মানুষের মধ্যে। অথচ এই রাস্তার সংস্কার নিয়ে প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই বলে অভিযোগ।
বিষয়টি নিয়ে কাঁকসার গোপালপুর গ্রামের পঞ্চায়েতের উপপ্রধান গণেশ মণ্ডলের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, জাতীয় সড়ক কর্তৃপক্ষকে এবং পূর্ত সড়ক দপ্তরকে রাস্তাটি সংস্কারের জন্য জানানো হবে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক (৩) রাজকুমার মালাকার বলেন,”আমরা জাতীয় সড়ক কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। যেই সার্ভিস রোডগুলি বেহাল রয়েছে সেগুলি সংস্কারের আবেদন জানিয়েছি।”
অন্যদিকে বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপিও। বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন, “রাজ্য সরকারের রাস্তা গুলিতে একেবারেই বেহাল সে বিষয়ে বলার কিছু নেই। তবে জাতীয় সড়কের সার্ভিস রোডও এখন বেহাল রয়েছে। আমরা জাতীয় সড়ক কর্তৃপক্ষের সাথে কথা বলব ও রাস্তা গুলি সংস্কার করার আবেদন জানাবো।”





