eaibanglai
Homeএই বাংলায়সফলভাবে চিপ তৈরি করে তাক লাগিয়ে দিল এনআইটি দুর্গাপুরের পড়ুয়ারা

সফলভাবে চিপ তৈরি করে তাক লাগিয়ে দিল এনআইটি দুর্গাপুরের পড়ুয়ারা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- সফলভাবে চিপ তৈরি করে তাক লাগিয়ে দিল এনআইটি, দুর্গাপুরের ছাত্রদের একটি টিম। ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের C2S প্রকল্পের অধীনে, দুর্গাপুরের এনআইটি-র ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ “অ্যাসিনক্রোনাস ফিফো ফর ফরেস্ট ইভেন্ট মনিটরিং” নামে একটি বাস্তব চিপ সফলভাবে তৈরি করেছে। আর এই সফল প্রজেক্টে যুক্ত ছিলেন ডাঃ হেমন্ত কুমার মন্ডল, ডাঃ অনিরুদ্ধ চন্দ্র, শুভদীপ নাগ এবং সুমন কল্যাণ পোরেল।

প্রসঙ্গত SEMICON (Accelerating India’s Semiconductor Revolution) India 2025-এর অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে প্রথম মেড-ইন-ইন্ডিয়া চিপ উপস্থাপন করেন, যেখানে এনআইটি দুর্গাপুরের টিমের তৈরি চিপের নকশা C2S0029, গর্বের সাথে প্রদর্শিত হয়।

এই সফলতা উপলক্ষ্যে এনআইটি দুর্গাপুরের পরিচালক অধ্যাপক অরবিন্দ চৌবে পুরো টিমকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেন, যে “এটি পুরো প্রতিষ্ঠানের জন্য একটি গর্বের মুহূর্ত”। এবং পড়ুয়াদের ভবিষ্যতেও এই ধরণের ভালো কাজ চালিয়ে যাওয়ার জন্য আবেদন জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments