নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– কর্মরত অবস্থায় এনআইটি,দুর্গাপুরের উঁচু বিল্ডিং থেকে পড়ে এক ঠিকা শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল মঙ্গলবার। মৃত শ্রমিকের নাম কানাই বড়ুয়া। তিনি ইস্পাত নগরীর বিদ্যাপতি রোডের বাসিন্দা ছিলেন।
জানা গেছে এক ঠিকাদারের অধীনে দুর্গাপুর এনআইটিতে ঠিকা শ্রমিকের কাজ করতেন বছর ৩৫-এর কানাই বড়ুয়া। এদিন সকালে এনআইটির একটি বিল্ডিংয়ে কাজ করার সময় অসাবধানতাবশত পড়ে যান তিনি। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই কর্মক্ষেত্রে কর্মীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে সরব হন অন্য় ঠিকাকর্মীরা। তাদের অভিযোগ উঁচুতে কাজ করার সময় ওই ঠিকা শ্রমিকের কোনোরকম সেফটি বেল্ট বা নিরাপত্তা সরঞ্জাম ছিল না। কর্মীদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় তাদের প্রাণ হাতে নিয়ে কাজ করতে হয় বলে অভিযোগ করেন অন্য ঠিকাকর্মীরা।
এদিন বিকেলে ক্ষতিপূরণের দাবিতে মৃতদেহ নিয়ে এনআইটি’র গেটের সামনে ধর্নায় বসেন মৃতের পরিজন ও সহকর্মীরা। মৃতের পরিবারের সদস্যরা জানান, মৃত কানাই বড়ুয়া পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন। তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। এখন মৃতের সংসার কীভাবে চলবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
অন্যদিকে তৃণমূলের তরফে জানানো হয়েছে তারা আনআইটি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরিবারের একজনের চাকরি ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে এনআইটি কর্তৃপক্ষ।





