eaibanglai
Homeএই বাংলায়শহরে যানজট রুখতে নয়া উদ্যোগ আড্ডার

শহরে যানজট রুখতে নয়া উদ্যোগ আড্ডার

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শহরের যানজট রুখতে নয়া উদ্যোগ নিল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডা। শহরের ১৩টি পার্কিংয়ের দায়িত্বভার মহিলা স্বনির্ভর গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হল। বৃহস্পতিবার বিকেলে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই কথা জানানো হয়।
.
বৈঠকে জানানো হয় পার্কিংয়ে তিন ঘণ্টা বাইক রাখার জন্য ১০ টাকা, চারচাকা গাড়ির জন্য ২০ টাকা ও সাইকেলের জন্য ৫ টাকা চার্জ ধার্য করা হয়েছে। প্রসঙ্গত শহরের কেন্দ্রস্থল সিটিসেন্টারে দুটি বড় শপিং মল যাওয়ার রাস্তার দুই পাশে গাড়ি রাখর জন্য প্রায়ই যানজটের সৃষ্টি হয় এলাকায়। এই যানজট সহ শহরের বিভিন্ন এলাকায় পার্কিং নিয়ে নানা সমস্যা ও অভিযোগ উঠছিল বার বার। এবার সেই সমস্যা সমাধানের উদ্যোগ নিল আড্ডা।

বৈঠকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত বলেন,”মহিলারা স্বনির্ভর হচ্ছেন। সেজন্যই মহিলাদের হাতেই তুলে দেওয়া হয়েছে পার্কিংয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাঁরা মানুষজনের সাথে ভদ্র ব্যবহার করছেন ফলে সুবিধা হচ্ছে পার্কিংয়ে গাড়ি রাখতে আসা মানুষজনের। ১৩ টি পার্কিং রয়েছে বর্তমানে। আরো বেশ কয়েকটি পার্কিং করা হবে।”

অন্যদিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (ট্রাফিক) পিভিজি সতীশ পশুমার্থি বলেন,”আমাদের ট্রাফিক আধিকারিক ও কর্মীরাও তৎপর রয়েছেন। যানজট রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাস্তায় অযথা পার্কিং করলে জরিমানা করা হচ্ছে।”

এদিনের বৈঠকে এডিডিএ চেয়ারম্যান ও ডিসি ট্রাফিক ছাড়াও উপস্থিত ছিলেন এসিপি ট্রাফিক (থ্রি) রাজকুমার মালাকার, আড্ডার সিইও সহ প্রশাসনিকর আধিকারিকরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments