eaibanglai
Homeএই বাংলায়'ইস্পাতের কলম' এর ষষ্ঠ বার্ষিক সংখ্যা প্রকাশ

‘ইস্পাতের কলম’ এর ষষ্ঠ বার্ষিক সংখ্যা প্রকাশ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– রবিবার পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘের পত্রিকা ‘ইস্পাতের কলম’ এর বার্ষিক সংখ্যা প্রকাশিত হল। । এবার পত্রিকার ষষ্ঠ তম সংখ্যাটি প্রকাশিত হয় দুর্গাপুরের ইস্পাত অঞ্চল থেকে। এই প্রসঙ্গে ইস্পাতনগরীর ১নম্বর বিদ্যাসাগর প্রঙ্গনে একটি ছোট ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

অনুষ্ঠানের সূচনায় সঙ্গীত পরিবেশন করেন জয়তী হাজরা ও শ্রীরূপা চোঙদার। পরে কবিতা আবৃত্তি করে শোনান তমাল ঘোষ। এদিনের অনুষ্ঠানে দুটি সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। প্রথমে “শরতের আঙিনায় সাহিত্যের রোদ: তাপ ছড়ায় না পাড়ায়” বিষয়টি নিয়ে আলোচনা করেন বিশিষ্ট কবি দিশারী মুখোপাধ্যায়। পরে “শারদ সাহিত্যের অনিবার্যতা: হুজুগ না তাড়না ” বিষয়ে আলোচনা করেন – সাহিত্যিক মৌ সেন। আলোচকদের বক্তব্য অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করে তোলে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments