নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– রবিবার পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘের পত্রিকা ‘ইস্পাতের কলম’ এর বার্ষিক সংখ্যা প্রকাশিত হল। । এবার পত্রিকার ষষ্ঠ তম সংখ্যাটি প্রকাশিত হয় দুর্গাপুরের ইস্পাত অঞ্চল থেকে। এই প্রসঙ্গে ইস্পাতনগরীর ১নম্বর বিদ্যাসাগর প্রঙ্গনে একটি ছোট ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানের সূচনায় সঙ্গীত পরিবেশন করেন জয়তী হাজরা ও শ্রীরূপা চোঙদার। পরে কবিতা আবৃত্তি করে শোনান তমাল ঘোষ। এদিনের অনুষ্ঠানে দুটি সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। প্রথমে “শরতের আঙিনায় সাহিত্যের রোদ: তাপ ছড়ায় না পাড়ায়” বিষয়টি নিয়ে আলোচনা করেন বিশিষ্ট কবি দিশারী মুখোপাধ্যায়। পরে “শারদ সাহিত্যের অনিবার্যতা: হুজুগ না তাড়না ” বিষয়ে আলোচনা করেন – সাহিত্যিক মৌ সেন। আলোচকদের বক্তব্য অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করে তোলে।