eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরের বহুতলে অবৈধ কুয়ো! এলাকায় জল সংকট, বিক্ষোভ

দুর্গাপুরের বহুতলে অবৈধ কুয়ো! এলাকায় জল সংকট, বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– বহুতল নির্মাণকারী সংস্থার তৈরি ইঁদারার জেরে এলাকায় দেখা দিয়েছে তীব্র জলসঙ্কট। প্রতিবাদে ওই নির্মীয়মাণ বহুতলে সামনে বিক্ষোভে ফেটে পড়ল এলাকাবাসী। সংস্থার প্রজেক্ট ম্যানেজারকে ঘিরে রেখেও বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছল পুলিশকে ঘিরেও প্রতিবাদ জানান এলাকার মহিলারা। স্থানীয়দের অভিযোগ কোনো বৈধ অনুমতি ছাড়াই তৈরি করা হয়েছে ওই ইঁদারা। সংস্থার আধিকারিকরাও বৈধতার কোনো প্রমাণ দিতে পারেননি। অন্যদিকে পুরনিগমের তরফেও ওই ইঁদারা অবৈধ বলে দাবি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এদিন ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুর নগর নিগমের ১৪ নম্বর ওয়ার্ডের ওল্ড কোর্ট মোড় এলাকায়।

প্রসঙ্গত দুর্গাপুরের ওল্ড কোর্ট মোড় এলাকায় একটি বহুতল আবাসন গড়ে উঠেছে। আর ওই আবাসনের জলের প্রয়োজন মেটাতে বিশাল বড় একটি ইঁদারা তৈরি করেছে ওই বহুতল নির্মাণকারী সংস্থাটি। যদিও সংস্থার প্রজেক্ট ম্যানেজার শশীভূষণ রায় দাবি করেছেন ইদারা নয় জলের প্রয়োজন মেটাতে ৩৫ ফুটের একটি কুয়ো খোঁড়া হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি অবৈধ ভাবে বিশাল ইঁদারা তৈরি করায় এলাকার সমস্ত বাড়ির কুয়োর জল শুকিয়ে গেছে। তীব্র দাবদাহের মধ্যে এলাকাজুরে তৈরি হয়েছে তীব্র জলসঙ্কট। রাস্তার পুরনিগমের কল থেকে জল নিয়ে দৈনন্দিন কাজ সারতে হচ্ছে। অবিলম্বে ওই ইঁদারা বন্ধের দাবি জানান তারা। এদিকে বিক্ষোভের খবর পেয়ে দুর্গাপুর থানার ফরিদপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ও ইন্সপেক্টর বিধান চন্দ্র মন্ডল বিক্ষোভকারীদের সাফ জানিয়ে দেন যদি নগর নিগম অনুমতি না দিয়ে থাকে তাহলে কুয়ো বন্ধ করে দেওয়া হবে।

এদিকে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তিওয়ারি জানান, তিনি খোঁজ নিয়ে দেখেছেন ওই বহুতল নির্মাণকারী সংস্থা পুরনগিমের কাছ থেকে কুয়ো বা ইঁদারা তৈরির কোনো অনুমতি নেয়নি। এলাকার একটি ইঁদারার জন্য যদি জলসংঙ্কট তৈরি হয় সেটা মোটাই কাম্য নয়। পুরো বিষয়টি সংস্থার সঙ্গে বসে ঠিক করা হবে, প্রয়োজনে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments