নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাজ্যে বিধানসভা নির্বাচনে আর বছর খানেকও সময় নেই। আগামী দশ মাসের মধ্যে নির্বাচন হতে চলেছে রাজ্যে। লড়াইয়ে নেমে পড়েছে শাসক দল সহ বিরোধীরা। আগামী ২১ জুলাই শহিদ দিবস, শাসক দলের শক্তি প্রদর্শনের দিন। এই আবহে প্রধানমন্ত্রীকে রাজ্যে এনে পাল্টা চমক দিতে চাইছে বিরোধী। সবকিছু ঠিকঠাক থাকলে ১৮ জুলাই দুর্গাপুরে জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ওইদিন তাঁর বিহারে ভোট প্রচারে একাধিক কর্মসূচিতে হাজির থাকার কথা। যাওয়ার পথে অন্ডাল বিমানবন্দরে নেমে দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে তিনি জনসভা করতে পারেন বলে বিজেপি সূত্রের দাবি। সেই কর্মসূচিকে সামনে রেখে ইস্পাত কারখানা, গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ও ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের আধিকারিকদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাষ্ট্রায়ত্ত অ্যালয় স্টিল স্টেডিয়াম এবং নেহেরু স্টেডিয়াম খতিয়ে দেখলেন বিজেপি নেতৃত্ব।
বিজেপির এই প্রতিনিধি দলে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই, বিজেপির জেলা সাধারণ সম্পাদক সুমন্ত মণ্ডল, যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় সহ বিজেপির অন্যান্য নেতারা।
তবে বিজেপির তরফে প্রধানমন্ত্রীর সভা নিয়ে নিশ্চিত কোনো কিছু জানানো না হলেও এদিন বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, “আমাদের একটি বড় কর্মসূচি রয়েছে। কেন্দ্রীয় প্রতিনিধি দল পরিদর্শন করে গেছেন। আমরা আশাবাদী সেই কর্মসূচি হবে। সেইজন্যই গোটা মাঠ পরিদর্শন হলো।”





