নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– পুলিশের টহলদারি গাড়ির সঙ্গে দুর্ঘটনায় মৃত গাড়ির চালকের পরিবারের অনুমতি ছাড়াই তড়িঘড়ি ময়নাতদন্ত অভিযোগ উঠল। প্রতিবাদে শনিবার সকালে নিউ টাউনশিপ থানার বিধান নগর ফাঁড়ির সামনে ক্ষোভে ফেটে পরলেন মৃতের পরিজনেরা।
জানা গেছে গতকাল ভোরে ভিরিঙ্গী মোড়ের কাছে জাতীয় সড়কে পুলিশের টহলদারি গাড়ির সঙ্গে দুর্ঘটনায় মৃত্যু হয় একটি মাছের গাড়ির চালকরে। মৃত চালক সোমনাথ প্রামানিক (২৭)আসানসোলের সালানপুর থানার নেতাজি কলোনির বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে খালি গাড়ি নিয়ে মাছ আনতে হাওড়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন সোমনাথ। শুক্রবার সকাল থেকে ফোন করে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। পরে দুপুর বারোটা নাগাদ দুর্গাপুর থানার ওয়ারিয়া ফাঁড়ি থেকে ফোন করে জানানো হয় সোমনাথ দুর্ঘটনায় জখম হয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি। অভিযোগ পরিবারের লোকজন তড়িঘড়ি হাসপাতালে গিয়ে দেখেন সোমনাথের মৃত্যু হয়েছে এবং অজ্ঞাত পরিচয় হিসেবে মৃতদেহের ময়নাতদন্তও হয়ে গেছে।
ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন মৃত যুবকের পরিবারের লোকজন। পরিচয় জানা সত্ত্বেও পরিবারের লোকের কোনও অনুমতি না নিয়ে কেন মৃতদেহের তড়িঘড়ি ময়নাতদন্ত করা হল তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।
যদিও পুলিশ দাবি করেছে মৃতের পরিবারকে জানানো হয়েছিল, কিন্তু তারা সময়ে না আসায় মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। তবে তাঁরা চাইলে আদালতে মামলা করে পুনরায় ময়নাতদন্তের আবেদন করতে পারবেন।
এদিন মৃত সোমনাথের মা জানান ইতিমধ্যেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনারের কাছে মেইল মারফত অভিযোগ জানিয়েছেন। পাশাপাশি বিষয়টি নিয়ে সঠিক তদন্ত ও বিচারের দাবি জানান তিনি।





