eaibanglai
Homeএই বাংলায়মুখ্যমন্ত্রীর জন্মদিনে দুর্গাপুরে হোম-যজ্ঞ

মুখ্যমন্ত্রীর জন্মদিনে দুর্গাপুরে হোম-যজ্ঞ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আজ ৫ জানুয়ারি, সরকারি নথি অনুযায়ী ১৯৫৫ সালের ৫ জানুয়ারি জন্ম হয়েছিল জননেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই দিনই তাঁকে শুভেচ্ছা জানান জাতীয় স্তরের রাজনীতিকরা। এদিন সকাল সকাল প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন। পোস্টে তিনি লেখেন ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদিকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।’

এদিকে দুর্গাপুরে ১ নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ৩ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী নাগার্জুন কালীবাড়িতে মুখ্যমন্ত্রী জন্মদিন উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল বিশেষ পুজো ও হোম-যজ্ঞের। মন্ত্রোচ্চারণ আর যজ্ঞের অগ্নিশিখার সঙ্গে সঙ্গে উচ্চারিত হয় মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গলকামনার প্রার্থনা। জন্মদিনের দিনে জননেত্রীর মঙ্গলকামনায় যুব তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগ এলাকায় ছড়িয়ে দেয় উষ্ণতা, উৎসাহ আর গভীর আবেগ। প্রাক্তন পুরমাতা ধৃতি ব্যানার্জি বলেন,”ভরসার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। উনি অগ্নিকন্যা। উনাকে দেখে আমাদের শক্তি বাড়ে। আমরা মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করলাম সুস্থতা কামনা করলাম।”

প্রসঙ্গত উল্লেখ্য সরকারি নথি অনুযায়ী, ১৯৫৫ সালের ৫ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম হলেও নিজের লেখা বই ‘একান্তে’ তিনি লিখেছেন মায়ের থেকে তিনি জেনেছেন দুর্গাপূজার মহাষ্টমীর দিন সন্ধিপুজোর সময় তাঁর জন্ম হয়েছিল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments