নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাজ্যের অন্যান্য জেলার মতো শনিবার দুর্গাপুরেও প্রশাসনিক তৎপরতায় অনুষ্ঠিত হল পুজো কার্নিভাল ২০২৫। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ ও টলিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া এহসান। আর অনুষ্ঠানে তাঁর উপস্থিতি ঘিরেই শুরু হল বিতর্ক। বাংলাদেশী বিধর্মী অভিনেত্রীকে আমন্ত্রণ জানিয়ে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেওয়া হয়েছে। এমনই অভিযোগ তুলে “জয়া এহসান গো ব্যাক” স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতা কর্মীরা। যা নিয়ে শহরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
এদিন এসডিও বাংলোর সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে ‘বাংলার গর্ব, বাংলার মঞ্চে বিদেশি কেন?’ এই স্লোগান তুলে তুমুল বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা। এদিনের প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেন বিজেপির জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি জয়া এহসানের ভিসা বাতিলের দাবি তুলে বলেন, “হিন্দুদের উপর যারা আক্রমণ করছে সেই জেহাদি শক্তি সেই বাংলাদেশের নাগরিক অভিনেত্রী জয়া এহসানের ভিসা বাতিল করা হোক। কারণ এই জয়া এহসানরা বাংলাদেশে হিন্দু নিধন হলে তার বিপক্ষে কথা বলেন।” পাশাপাশি তিনি দাবি করেন, রাজ্যের নিজস্ব শিল্পী-সংস্কৃতিকে উপেক্ষা করে বাইরে থেকে তারকা এনে গ্ল্যামার দেখানো মানে বাংলার শিল্পীদের অপমান করা।
অন্যদিকে বিজেপির এই প্রতিবাদ কর্মসূচির পাল্টা হিসেবে তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী পাল্টা বলেন, “দুর্গাপুরের মতো শহরে জয়া আহসানের মতো শিল্পীর আগমন সাংস্কৃতিক বিনিময়ের প্রতীক, এটাকে রাজনীতির রঙে রাঙানো উচিত নয়। বাংলার সংস্কৃতিকে বিজেপি বারে বারেই কালিবালিপ্ত করছে। বাংলার মানুষ এর বিচার করবে। শিল্পীর কোন জাত ধর্ম বর্ণ হয়না। যারা শিল্পীকে এভাবে দেখে তারা সনাতনী নয়, তারা অধঃপতনী। এদের জন্য দেশ পিছিয়ে যাচ্ছে। মা দুর্গার কাছে প্রার্থনা করবো এদের শুভবুদ্ধি দিক।”




