eaibanglai
Homeএই বাংলায়কেন্দ্রীয় সরকারের শ্রম কোডের বিরুদ্ধে দুর্গাপুরে তৃণমূলের মহামিছিল

কেন্দ্রীয় সরকারের শ্রম কোডের বিরুদ্ধে দুর্গাপুরে তৃণমূলের মহামিছিল

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- কেন্দ্রীয় বিজেপি সরকারের শ্রম কোডের বিরুদ্ধে মহা মিছিলের আয়োজন করল পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসি। মিছিলে পা মেলায় দুর্গাপুর ১,২,৩ নম্বর ওয়ার্ড ও কাঁকসা ব্লকের বিভিন্ন ইউনিটের প্রায় তিন হাজার শ্রমিক। জেলা আইএনটিটিইউসি সভাপতি অভিজিৎ ঘটকের নেতৃত্বে দুর্গাপুরের ডিভিসি মোড় সংলগ্ন বটলিং প্ল্যান্টের সামনে থেকে এই মিছিল বের হয় এবং শেষ হয় ফিলিপস কার্বন গেটের সামনে গিয়ে।

এদিনের মিছিলে উপস্থিত ছিলেন দীপঙ্কর লাহা, কল্লোল ব্যানার্জী সহ একাধিক শ্রমিক নেতা। দীপঙ্কর লাহা জানান রাজ্য ট্রেড ইউনিয়নের সেক্রেটারি ঋতোব্রত বন্দোপাধ্যায়ের নেতৃত্বে প্রথম থেকেই রাজ্য জুড়ে এই শ্রম কোড বিরোধী আন্দোলন চলছে। তাঁর নির্দেশেই এদিনের মিছিলের আয়োজন করা হয়েছে। যতদিন না কেন্দ্রীয় সরকার শ্রমিক বিরোধী কালা আইন শ্রম কোড প্রত্যাহার করছে ততদিন শ্রমিকদের আন্দোলন চলবে। আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর আকার নেবে বলেও এদিন হুঁশিয়ারি দেন দীপঙ্করবাবু।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments