নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের মেন রোড এলাকায় মা চণ্ডী মন্দিরে শুরু হয়েছে সাত দিনের শ্রীমদ্ভাগবত কথা ও জ্ঞান যজ্ঞ। আন্তর্জাতিক ধর্মপ্রচারক পূজ্য শ্রী পীতাম্বর পরমেশ্বর জী মহারাজ (বৃন্দাবন), শ্রীমদ্ভাগবত কথা পাঠ করছেন। মা চণ্ডী ভগবদ কথা সমিতির উদ্যোগে আয়োজিত হয়েছে এই বিশেষ পুণ্য অনুষ্ঠানের।
গত ১৫ তারিখ প্রভাত কলস যাত্রার মাধ্যমে সূচনা হয় এই পুণ্য অনুষ্ঠানের। বুধবার ছিল কথার চতুর্থ দিন, এদিন পূজ্য মহারাজ জি “শ্রীকৃষ্ণ মাখন চোর লীলা”র মনোমুগ্ধকর বর্ণনা দেন। সঙ্গীতের মাধ্যমে তিনি ব্যাখ্যা করেন যে ভগবান শ্রীকৃষ্ণের মাখন চুরি সাধারণ চুরির প্রতীক নয়, বরং তা তাঁর মিষ্টি শৈশবকালীন কৌতুক এবং জনকল্যাণের বার্তা প্রতিফলিত করে। তিনি বলেন, “শ্রীকৃষ্ণ ঘরে ঘরে যেতেন, তাঁর লীলার মাধ্যমে ভক্তদের হৃদয়ে প্রেম ও ভক্তি জাগিয়ে তুলতেন।”
কথার পাশাপাশি মহারাজ জী ভক্তদের সমাজে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা বার্তা দিয়ে বলেন, “প্রতি সনাতনীর উচিত তাঁর ধর্ম ও কর্তব্য বুঝে সমাজে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা।”
পীতাম্বর পরমেশ্বর জী মহারাজের মুখে শ্রীমদ্ভাগবতের অপূর্ব ব্যাখ্যা ও গল্প শুনতে প্রতিদিন চণ্ডী মন্দির প্রাঙ্গণে ভক্ত সমাগম হচ্ছে চোখে পড়ার মতো। ভক্তরা এখানে ভক্তিমূলক চেতনায় ডুবে শ্রীকৃষ্ণ লীলা উপভোগ করছেন।


















