eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর ক্লাব সমন্বয়-এর উদ্যোগে আয়োজিত হতে চলেছে "দুর্গাপুর সম্মান ২০২৫"

দুর্গাপুর ক্লাব সমন্বয়-এর উদ্যোগে আয়োজিত হতে চলেছে “দুর্গাপুর সম্মান ২০২৫”

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- গত দুবারের অভূতপূর্ব সাফল্যের পর দুর্গাপুরের ঐতিহ্য়বাহী দুর্গাপুর ক্লাব সমন্বয় এবছরও আয়োজিত করতে চলেছে “দুর্গাপুর সম্মান ২০২৫” (তৃতীয় বর্ষ)। যেখানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বকে “দুর্গাপুর সম্মান ২০২৫”-এ ভূষিত করা হবে। দিনটি স্মরণীয় করে রাখতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঙালির গর্ব তথা বাংলার জনপ্রিয় আবৃত্তি শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করবেন। সমগ্র অনুষ্ঠানটি পরিবেশিত হবে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহ, আগামী ১২ জুলাই শনিবার।

এই অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ “কোয়েস্ট ২০২৫”, অল বেঙ্গল ইন্টার স্কুল মেগা কুইজ কনটেস্ট। কুইজ কনটেস্টের উদ্বোধন হবে সকলা ১০টায়। যেখানে দুর্গাপুর, আসানসোল তথা পশ্চিম বর্ধমানের নাম করা প্রায় সমস্ত সরকারি বেসরকারি স্কুল সহ বিভিন্ন জেলার প্রায় ১৪০টি স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা অংশ গ্রহণ করবে। কুইজ প্রতিযোগীতায় জয়ীদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা। এছাড়াও রয়েছে “অডিয়েন্স কুইজ” যেখান দর্শকাসনে থাকা পড়ুয়ারাও কুইজে অংশগ্রহন করে পুরস্কার জিতে নিতে পারেব। পুরো ইভেন্টটি পরিচালনা করবেন কুইজ মাস্টার ডঃ দেবদাস কর্মকার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments