নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দুর্গাপুরের সুপরিচিত সংগীত শিক্ষায়তন এবং সাংস্কৃতিক সংস্থা সঙ্গীতায়নের বাৎসরিক উৎসব আয়োজিত হয়েছিল ২৩ ডিসেম্বর ইস্পাত নগরীর নেতাজি ভবনে। বেলা দ্বিপ্রহর থেকে শুরু হওয়া একটানা প্রায় ৮ ঘন্টা ধরে চলেছিল অনুষ্ঠান। সঙ্গীতায়ন-এর অধ্যক্ষ দীনবন্ধু বালিয়াল-এর পরিকল্পনা ও পরিচালনায় সংস্থার বিভিন্ন বয়সি শিক্ষার্থীরা ছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার নিজস্ব শিল্পী বৃন্দ এবং ছিলেন আমন্ত্রিত শিল্পীরাও। শান্তিনিকেতন থেকে আগত,নওগাঁর অতিথি শিল্পী শবনম মেঘালির সংগীত পরিবেশন শ্রোতাদের মুগ্ধ করেছে।
দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চক্রবর্তী, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, বিশিষ্ট সংগীতশিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, বিপ্লব চট্টোপাধ্যায়, তবলা শিল্পী শংকর ঘোষ, আবৃত্তিকার হৃদয় সাঁই, জয়িতা সাঁই প্রমূখ বেশ কিছু সংখ্যক স্বনামধন্য মানুষ উপস্থিত ছিলেন এবং সম্বর্ধিত হয়েছেন, অংশগ্রহণও করেছেন কেউ কেউ ।
এদের সঙ্গে অংশ নিয়েছেন দুর্গাপুরের অধিকাংশ যন্ত্রসংগীত শিল্পীরাও। সর্বাঙ্গ সুন্দর এই অনুষ্ঠানের সঞ্চালনায় মূলত ছিলেন নন্দিনী বন্দ্যোপাধ্যায়। সামগ্রিক পরিকল্পনা ও পরিচালনার কৃতিত্ব অবশ্যই দীনবন্ধু বালিয়ালের প্রাপ্য।